আবাসিক হোটেল থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫৯ পিএম, ১১ মে ২০১৫

রাজধানীর পুরান ঢাকার একটি আবাসিক হোটেল থেকে এক সাংবাদিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে নবাবপুর রোডের শহীদ কাওসার সাদমান ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলের ৭০৩ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাংবাদিকের নাম জাফর হায়াত (৬৪)। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

জাফর হায়াতের পরিবারের সদস্যরা জানায়, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক জাফর হায়াত চট্টগ্রামের কোতয়ালী থানার সদরঘাট এলাকার বাসিন্দা। তিনি চট্টগ্রামের স্থানীয় পত্রিকা দৈনিক পূর্ববাংলায় কর্মরত ছিলেন। এর আগে তিনি ডেইলি স্টার পত্রিকার প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। ব্যক্তিগত প্রয়োজনে তিনি ঢাকায় এসেছিলেন।

বংশাল থানার এসআই জহির জানান, ৯ মে পুরান ঢাকার নবাবপুর রোডের শহীদ কাওসার সাদমান ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে ওঠেন জাফর হায়াত। সপ্তম তলার ৭০৩ নম্বর কক্ষটি ভাড়া নেন তিনি। সোমবার সকালে তার কোনো সাড়াশব্দ না পেয়ে সন্দেহ হয় হোটেল কর্মচারীদের। পরে দরজা খুলে তাকে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মিটফোর্ড হাসপাতলের মর্গে পাঠায়। মরদেহে কোনো আঘাতের চিহ্ন ছিল না। তিনি হৃদরোগ ও ডায়বেটিসে ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর মূল কারণ জানা যাবে বলে জানান এসআই জহির।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।