আন্তর্জাতিক নার্সেস দিবস আজ
আন্তর্জাতিক নার্সেস দিবস আজ । এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে নার্স : পরিবর্তনের এক সহায়ক শক্তি ব্যয় সাশ্রয়ী কার্যকর সেবা প্রদানের ক্ষেত্র’। দিবসটি বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে।
দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হতে নেয়া হয়েছে। সকালে শোভাযাত্রা, আলোচনা সভা, সেমিনার, নার্স অ্যাওয়ার্ড ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও বেলা ১১টায় বারডেম মিলনায়তনে ১০জন নার্সকে অ্যাওয়ার্ড প্রদান করবে ডায়াবেটিক সমিতি।
উল্লেখ্য, আধুনিক নার্সিং পেশার রূপকার ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে প্রতিবছর বিশ্বব্যাপী ১২ মে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন করা হয়। বাংলাদেশ নার্স এসোসিয়েশন ১৯৭৪ সাল থেকে দিবসটি পালন করে আসছে।
জেআর/এমএস