সকালে সন্ধ্যার আবহ


প্রকাশিত: ০৪:১৬ এএম, ১২ মে ২০১৫
ফাইল ফটো

প্রতিদিনের মতোই আলো ছড়িয়ে শুরু হয় মঙ্গলবারের ভোর। কিন্তু সকাল ৭টার দিকে ধীরে ধীরে কমতে শুরু করে আলো। কালো মেঘে হঠাৎই মুছে যায় সকালের চিহ্ন। একই সঙ্গে শুরু হয় ঝড়ো বাতাস আর বৃষ্টি।

প্রায় ১৫ মিনিট এমন আঁধার থাকার পর বৃষ্টির ফোঁটা ঝরতে ঝরতে কেটে যায় মেঘ। ফোটে আলো। কমতে থাকে বৃষ্টির ফোঁটার গতিও। তবে গুড়ি গুড়ি বৃষ্টি ঝড়তে থাকে সকাল ৯টা পর্যন্ত।

হটাৎ এ বৃষ্টিতে স্কুল-কলেজ ও অফিসমুখী মানুষ হতচকিত হয়ে ছোটাছুটি করতে থাকে। বিভিন্ন অফিস স্কুল-কলেজমুখিদের গন্তব্যে যাওয়ার আগেই মাঝপথে আটকে যেতে হয়। অনেকেই সড়কের আশপাশের বিভিন্ন ভবন ও যাত্রী ছাউনিতে আশ্রয় নেন।

বৃষ্টিতে রাজধানীর পোস্তগোলা, মগবাজার, কলাবাগান, মালিবাগ, মৌচাক, শান্তিনগর, মুগদা, কাজলা, শ্যামপুর, জুরাইন, ডেমরা,  ফরিদাবাদ, মিরপুরের রোকেয়া সরণি, আজিমপুর, মানিকনগরসহ নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয়।

জলাবদ্ধতা তৈরি হয় পুরানা পল্টন, হাজারীবাগ, ঝিগাতলা, নিমতলী, আশেক লেন, আলাউদ্দিন রোড, নাজিমউদ্দিন রোড, বকশীবাজার, মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, শুক্রাবাদ, মোহাম্মদপুর ও কল্যাণপুর এলাকায়।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।