পানি বণ্টন অমীমাংসিত থাকায় বিপর্যয়ে বাংলাদেশ : বিএনপি


প্রকাশিত: ০১:৪৮ পিএম, ১৫ মে ২০১৫

প্রতিবেশী ভারতের সঙ্গে অভিন্ন নদ-নদীর পানি বণ্টনের সমস্যা অমীমাংসিত থাকায় বাংলাদেশ এখন পরিবেশ ও প্রতিবেশগত বিভিন্নমুখী বিপর্যয়ের সম্মুখীন বলে মন্তব্য করেছেন বিএনপির মুখপাত্র ও দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।

তিনি বলেন, আলোচনার মাধ্যমে এ সংকটের সুষ্ঠু সুরাহা এবং পানির ন্যায্য হিস্যা নিশ্চিত হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ঐতিহাসিক ফারাক্কা দিবসে সেটাই প্রত্যাশা করে।

শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। শনিবার ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে গণমাধ্যমে এই বিবৃতি দেয়া হয়।

রিপন বলেন, ভারতের কাছ থেকে আন্তর্জাতিক নদী গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ের লক্ষ্যে এ সংকটটির প্রতি বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করতে মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানী ১৯৭৬ সালের এই দিনে ঐতিহাসিক লংমার্চের সূচনা করেছিলেন। মৃত্যুর কিছু দিন আগে প্রায় শতবর্ষী এই জননায়ক সেদিন যে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন এবং জলন্ত দেশপ্রেমের প্রমাণ দিয়েছিলেন আমাদের জাতীয় ইতিহাসে তা অবিস্মরণীয় হয়ে থাকবে।

তিনি বলেন, ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের কারণেই বাংলাদেশের পানি সংকটের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকৃষ্ট হয়েছিল। ১৯৭৬ সনের ২৬ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ ভারতকে বাংলাদেশের সঙ্গে আলোচনার মাধ্যমে সংকট সুরাহা করার নির্দেশনা দিয়ে একটি প্রস্তাব পাশ করেছিল।

এ পটভূমিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মোরারজী দেশাইর মধ্যে স্থাপিত সমঝোতার আলোকে ১৯৭৭ সনের ৫ নভেম্বর শুষ্ক মৌসুমে গঙ্গার পানি বণ্টনে গ্যারান্টি ক্লজসহ পাঁচ বছর মেয়াদী চুক্তি স্বাক্ষরিত হয়।

এমএম/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।