নাগরিকের সুস্বাস্থ্য রক্ষার দায়িত্ব রাষ্ট্রের : তথ্যমন্ত্রী
নাগরিকের সুস্বাস্থ্য রক্ষার দায়িত্ব রাষ্ট্রের ওপর বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন। শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি আয়োজিত ‘থ্যালাসেমিয়া সমিতি হাসপাতাল লটারি-২০১৫’ ড্র অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে। সরকারেরও দায়িত্ব রয়েছে নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।
তিনি বলেন, দেশের প্রতিটি হাসপাতালে থ্যালাসেমিয়া রোগ নিরাময় কেন্দ্র খোলা যেতে পারে। আগামী সংসদ অধিবেশনে এ বিষয়ে একটি প্রস্তাব উত্থাপনের আশ্বাস প্রদান করেন তিনি।
ইনু বলেন, প্রত্যেক নাগরিকের রক্ত পরীক্ষা করতে আইন করা দরকার। যথাযথ রক্ত পরীক্ষা ছাড়া বিয়ে না করার পরামর্শ দেন তিনি। এ রোগটি যেহেতু জিন থেকে ছড়ায় সেহেতু বিয়ের আগে প্রত্যেক নাগরিকের রক্ত পরীক্ষা করা বাধ্যতামূলক হওয়া দরকার।
তিনি বলেন, যারা থ্যালাসেমিয়ায় আক্রান্ত, তাদের দায়িত্ব সরকারকে নিতে হবে। এক্ষেত্রে কোনো অজুহাত গ্রহণযোগ্য হবে না। ক্যানসার হলে যেমন শরীরের আক্রান্ত স্থান কেটে ফেলতে হয়, তেমনি সমাজের কোনো স্থান ক্যানসারে আক্রান্ত হলে তা দূর করার দায়িত্বও সরকারের ওপর বর্তায়।
পরে মন্ত্রী লটারির ড্র উদ্বোধন করেন। ড্র’তে ২৫ লাখ টাকার পুরস্কার লাভ করে জ-০৭১০৮৯৩, দ্বিতীয় পুরস্কার লাভ করে জ-০২৯৭৬৫৬ ও তৃতীয় পুরস্কার পায় ঝ-০১৩৯৬৪৪ নম্বরটি।
এর আগে ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনিসুর রহমানের সভাপতিত্বে ড্র অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিসহ অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।
একে/পিআর