২৪ মে শুরু হচ্ছে সৌদি গমনেচ্ছু নারী কর্মীদের নিবন্ধন
সৌদি গমনেচ্ছু নারী কর্মীদের আবার নাম নিবন্ধন শুরু হচ্ছে। এবার এই নিবন্ধন কার্যক্রম চলবে আগামী ২৪ মে থেকে ৩০ মে পর্যন্ত। সোমবার জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এ তথ্য জানায়।
বিএমইটি সূত্র জানায়, দেশের মোট ৪২টি জেলায় কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয় এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ নিবন্ধন করা যাবে। নিবন্ধনের সঙ্গে সঙ্গে সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সির সমন্বয়ে গৃহকর্মীদের বাছাই করা হবে।
এর আগে প্রবাসী কল্যাণমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছিলেন, সৌদি আরব ৫০ হাজার গৃহকর্মী নেয়ার আগ্রহ জানিয়েছে। তারা ৩০ হাজার কর্মীর ভিসা প্রস্তুত করেছে। তাদের চাহিদার পরিপ্রেক্ষিতে রোজার আগেই ২০ হাজার নারী কর্মী পাঠানোর উদ্যোগ নেয়া হয়।
আর এই কাজের জন্য ১০০ রিক্রুটিং এজেন্সিকে ২০০ করে গৃহকর্মী সংগ্রহের দায়িত্ব দেয়া হয়েছে। গৃহকর্মীর সর্বনিম্ন বেতন হবে ৮০০ রিয়াল বা সাড়ে ১৬ হাজার টাকা।
উল্লেখ্য, ফেব্রুয়ারিতে সৌদির সঙ্গে বিনা খরচে নারী কর্মী পাঠানোর বিষয়ে চুক্তি হয়। এরপর নারী কর্মী নিবন্ধনের জন্য সারা দেশে মাসব্যাপী কার্যক্রম চালায় বিএমইটি। এতে তেমন সাড়া পাওয়া যায়নি। ওই সময় মাত্র ৩ হাজার ৫০০ নারী নিবন্ধিত হন। এজন্য দ্বিতীয়বারের মতো নিবন্ধন কার্যক্রম শুরু করতে যাচ্ছে বিএমইটি।
জেআর/এআরএস/এমএস