মানবতাবিরোধী অভিযোগে গ্রেফতারকৃত শামসুদ্দোহার মৃত্যু


প্রকাশিত: ০১:৪৫ পিএম, ২৭ মে ২০১৫

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কক্সবাজারের মহেশখালী থেকে গ্রেফতারকৃত মৌলভী মো. শামসুদ্দোহা (৯০) বার্ধক্যজনিত অসুস্থতায় বুধবার দুপুর আড়াইটায় মারা গেছেন।

সম্প্রতি শামসুদ্দোহাকে গ্রেফতার করে ২৫ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ হাজির করা হলে ট্রাইব্যুনাল তাকে জেলে পাঠানোর আদেশ দেয়। কিন্তু হঠাৎ তার স্বাস্থ্যগত সমস্যা দেখা দিলে তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়।

পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মেডিসিন বিভাগের ৪০১ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। বুধবার পর্যন্ত তিনি ৪০১ নং ওয়ার্ডেই চিকিৎসাধীন ছিলেন।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।