হোটেল সুন্দরবন ঝুঁকিমুক্ত করতে ৫০০ ট্রাক বালু ফেলার সিদ্ধান্ত


প্রকাশিত: ০২:৪৭ পিএম, ২৭ মে ২০১৫

রাজধানীর কারওয়ান বাজার মোড়ের কাছে নির্মাণাধীন একটি ভবনের জন্য খোঁড়া গর্তে পাশের সুন্দরবন হোটেলের সীমানাপ্রাচীর ধসে পড়ায় মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে হোটেল সুন্দরবন এবং ওই এলাকার আশপাশের ভবনগুলো। এ অবস্থায় প্রাথমিক ভাবে ৫০০ ট্রাক বালু ফেলার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী গাজী ফিরোজ রহমান। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি জাগো নিউজকে এই কথা জানান।

তিনি বলেন, প্রাথমিক ভাবে সুন্দরবন হোটেলকে ঝুঁকিমুক্ত করার জন্য ৫০০ ট্রাক মোটা দানার বালু ফেলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতোমধ্যে ৪০ ট্রাক বালু ফেলা হয়েছে।

তিনি আরো বলেন, আজ (বুধবার) রাতের মধ্যেই ৫০০ ট্রাক বালু ফেলার চেষ্টা করা হচ্ছে। কিন্তু যানজটের কারণে সঠিক সময়ে ট্রাকগুলো আসতে না পারায় গত এক ঘণ্টা যাবত বালু ফেলা বন্ধ রয়েছে।

এ দিকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, এই ঘটনা তদন্তের জন্য রাজউককে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই কমিটিকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, বুধবার সকালে হোটেল সুন্দরবনের সঙ্গে লাগোয়া উত্তর পাশের খালি জমিতে ভবন নির্মাণের জন্য করা গর্তে হঠাৎ করে দেবে যায়। মাটি সরে গিয়ে ভবনের নিচে বিশাল অংশ ফাঁপা হয়ে যায়।

# সুন্দরবন হোটেল কর্তৃপক্ষের জিডি
# হোটেল সুন্দরবন রক্ষায় সমন্বয় কমিটি গঠন
# হোটেল সুন্দরবন রক্ষায় ভারী যন্ত্রের ব্যবহার


এআর/এসকেডি/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।