শাহ আমানতে দুর্ঘটনায় প্রশিক্ষণ বিমান : ফ্লাইট চলাচল বন্ধ
হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে অবতরণকালে বাংলাদেশ নৌবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কবলে পড়ে। এতে বিমানটি দুমড়ে-মুচড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ কারণে বিকেল সোয়া ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
চট্টগ্রাম বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার রিয়াজুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিকেল সোয়া ৫টার এ ঘটনার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দোহাগামী ফ্লাইট বিজি-১২৫ চট্টগ্রামে অবতরণ করতে না পারায় আবার ঢাকায় ফিরে গেছে।
রাত ৮টার পর শাহ আমানতে বিমান চলাচল স্বাভাবিক হতে পারে বলে জানান তিনি।
আরএম/এসএইচএস/আরআইপি