৩১ মে : এক নজরে সারাদিনের খবর


প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ৩১ মে ২০১৫

শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের অবস্থান প্রথম : প্রধানমন্ত্রী
জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের অবস্থান প্রথম এবং বিশ্বের যে কোন প্রান্তে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী প্রস্তুত বলে মন্তব্য করেছন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শতভাগ উপস্থিতি নেই একজন মন্ত্রি-এমপিরও
চলমান জাতীয় সংসদের একজন মন্ত্রি-এমপিও সবগুলো কার্যদিবসে সংসদে যোগ দেননি। দশম এই সংসদের ৫ম অধিবেশন পর্যন্ত ১২২ কার্যদিবস চললেও কেউই প্রতিটি কার্যদিবসে সংসদে হাজির হননি। এমনকি প্রতিমন্ত্রি মর্যাদার যে হুইপদের কাজই হলো সংসদে এমপিদের উপস্থিতি নিশ্চিত করা তারাও নিয়মিত সংসদে যান না। জাগো নিউজের অনুসন্ধানে এসব তথ্য বেরিয়ে এসেছে।


৩৬তম বিসিএসের প্রজ্ঞাপন জারি
দুই হাজার ১৮০টি পদের জন্য ৩৬তম বিসিএসের (বাংলাদেশ সিভিল সার্ভিস) প্রজ্ঞাপন জারি করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রোববার পিএসসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ প্রজ্ঞাপন জারির তথ্য জানানো হয়।

কাদেরকে নির্যাতনকারী সেই ওসি কারাগারে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক ছাত্র আবদুল কাদেরকে নির্যাতনকারী খিলগাঁও থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মানবপাচারকারীদের বিরুদ্ধে অনুসন্ধান করবে দুদক
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরবর্তী সভায় মানবপাচাকারীদের ব্যাপারে সিদ্ধান্তের পর তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করা হবে বলে জানিয়েছেন কমিশনের মহাপরিচালক ড. শামসুল আরেফিন।

জাতীয় বাজেট সম্পর্কে টিআইবি’র ১১ দফা সুপারিশ
বাজেট প্রক্রিয়ায় স্বচ্ছতা, উন্মুক্ততা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে ১১ দফা সুপারিশ উত্থাপন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।


ভিটামিন ‘এ’ সমৃদ্ধ তেল বিক্রয়ে বাধ্য করা হবে : শিল্পমন্ত্রী
জনস্বার্থে ভিটামিন ‘এ’ সমৃদ্ধ ভোজ্য তেল বিক্রয়ে সংশ্লিষ্ট সব ব্যবসায়ীদের বাধ্য করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

সংস্কার হবে এফবিসিসিআই : মাতলুব
নবনির্বাচিত পরিচালনা পর্ষদের প্রথম দায়িত্ব হবে এফবিসিসিআইকে সংস্কার করা। এ কাজটি দেশের ব্যবসায়ী সমাজ যেভাবে চাইবে ঠিক সেভাবেই করা হবে।

রাজধানীতে আনসারুল্লাহ বাংলা টিমের শীর্ষ নেতা গ্রেফতার
সাভারের আশুলিয়ায় বাংলাদেশ কমার্স ব্যাংক ডাকাতির ঘটনার মূলহোতা ও আনসারুল্লাহ বাংলা টিমের শীর্ষ নেতা মাহফুজুল ইসলাম শামিম ওরফে সুমনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।