পুলিশ দম্পত্তির বিরুদ্ধে দুদকের মানি লন্ডারিং মামলা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০১:২৬ পিএম, ২৪ অক্টোবর ২০১৭

পুলিশে চাকরির সময় বিভিন্ন দুর্নীতিমুলক কর্মকাণ্ডের মাধ্যমে ৮ কোটি ৩৬ লাখ টাকার অর্থ উপার্জনের দায়ে সুভাষ চন্দ্র সাহা নামে এক পুলিশ কর্মকর্তা ও তার স্ত্রীর বিরুদ্ধে মালি লন্ডারিং আইনে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের সহকারী পরিচালক (সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১) মো. আবদুল ওয়াদুদ বাদী হয়ে রাজধানীর বংশাল থানায় মামলাটি করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বংশাল থানায় দায়ের করা এজাহারে বলা হয়, ফরিদপুরের কমলাপুরের আলিমুজ্জামান সড়কের বাসিন্দা ৪৪ বছর বয়সী সুভাষ চন্দ্র সাহা পুলিশ বিভাগে চাকরিকালীন বিভিন্ন দুর্নীতিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে অর্জিত টাকা তার নিজ নামে এবং স্ত্রী রীনা চৌধুরীর যৌথ নামে ঢাকায় ওয়ান ব্যাংকের বংশাল শাখায় ৬টি এফডিআর হিসাবে ২ কোটি ৮১ লাখ ১৪ হাজার ৪৬৭ টাকা টাকা, এলিফ্যান্ট রোড শাখায় ১টি এফডিআর হিসাবে ২১ লাখ ৪৪ হাজার ৪২ টাকা এবং যশোরে যশোর শাখায় ১২টি এফডিআর হিসাবে ৫ কোটি ৩৩ লাখ ৫০ হাজার ৮৫৮ টাকাসহ মোট ১৯টি এফডিআর হিসাবে ৮ কোটি ৩৬ লাখ ১৩ হাজার ৩৬৭ টাকার উৎস, অবস্থান, মালিকানা ও নিয়ন্ত্রণ গোপন রেখে সুভাষ চন্দ্র সাহা এবং তার স্ত্রী রীনা চৌধুরী মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ (২) ও ৪ (৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

এমইউ/ওআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।