২৬ জুন : এক নজরে সারাদিনের খবর
শান্তিতে দক্ষিণ এশিয়ায় তৃতীয় বাংলাদেশ
শান্তিপূর্ণ দেশ হিসেবে দক্ষিণ এশিয়ার সাতটি দেশের মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের পরের অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান ও আফগানিস্তান।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের ঠেকাতে নতুন ষড়যন্ত্র
২০১৭ সালে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার জন্য আগামী সেপ্টেম্বরের মধ্যে র্যাংকিংয়ের সেরা আটে থাকতে হবে। ভারতকে দুই ম্যাচ হারিয়ে নিশ্চিত হয়েছিল বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার স্বপ্ন।
যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকরে সরকার শতভাগ অঙ্গীকারাবদ্ধ
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচারকার্য সম্পন্ন করে রায় কার্যকর করার ব্যাপারে বর্তমান সরকার শতভাগ অঙ্গীকারাবদ্ধ।
খালেদা বিএনপি ছাড়লেও জামায়াত ছাড়বেন না : হাছান মাহমুদ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার নিজ দল বিএনপি ছাড়তে পারেন কিন্তু জামায়াত ছাড়বেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
মাদক নিয়ন্ত্রণে যুগোপযোগী আইন করা হচ্ছে : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
মাদকের ব্যবহার নিয়ন্ত্রণে যুগোপযোগী আইন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
পাহাড় ধসে ঘুমন্ত অবস্থায় ভাই-বোনের মৃত্যু
বান্দরবান শহরের বনরূপা এলাকায় পাহাড় ধসে ঘুমন্ত অবস্থায় ভাই-বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- দুই ভাই বোন-আলিপ (১১) ও মিম (৮)।
বাজারের ৫০ ভাগ তেলেই ভেজাল
বাজারের তেল ও ঘিয়ের শতকরা ৫০ভাগই ভেজাল রয়েছে।জনস্বাস্থ্য ইনষ্টিটিউটের ন্যাশনাল ফুড সেইফটি ল্যাবরেটরি (এনএফএসএল) থেকে প্রাপ্ত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
একে/পিআর