৬ উপসচিবের দফতর বদল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২৫ পিএম, ১২ নভেম্বর ২০১৭

ছয় উপসচিবের দফতর বদল করেছে সরকার। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব আলিয়া মেহের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব, মহিলা ও শিশুবিষয়ক অধিদফতরের ২০টি শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপন প্রকল্পের পরিচালক আবু তালেবকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।

আলিয়া মেহের স্বাক্ষরিত আরেক প্রজ্ঞাপনে বলা হয়েছে, অর্থ বিভাগের উপসচিব বেগম শাহীন মাহবুবাকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব বেগম নাসরিন মুক্তিকে খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মোছা. ফেরদৌসি বেগমকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জর্জেচ মিঞাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।

এমইউএইচ/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।