নড়াইলে ঘুষ নেয়ার অভিযোগে শিক্ষা অফিসের কর্মচারীকে মারধর


প্রকাশিত: ০৫:২৭ এএম, ০৮ জুলাই ২০১৫

নড়াইলের কালিয়া উপজেলায় ঘুষ নিয়ে বিল না করার অভিযোগে প্রাথমিক শিক্ষা অফিসের এক অফিস সহকারীকে মারধর করা হয়েছে।

কালিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে এ ঘটনা ঘটে। তাকে কালিয়া উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও বাবুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিএম আসিকুল ইসলাম জাগো নিউজকে জানান, তার স্কুলের সহকারী শিক্ষিকা মিতঞ্জনার কাছ থেকে অফিস সহকারী অসীম কুমার তার টাইমস্কেলের বিল করে দেয়ার জন্য এক হাজার ২০০ টাকা ঘুষ নেন।  ঘুষ নিয়েও তিনি তাকে মাসের পর মাস ঘোরাচ্ছেন।

এছাড়া গত ৩০ জুন তার স্কুলের বাৎসরিক অফিস খরচের ৬ হাজার টাকার একটি বিল প্রধান শিক্ষক অমলেন্দু বিশ্বাসের হিসাবে না দিয়ে টাকার বিনিমেয়ে পাটকেল বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তন্দ্রা রানীর হিসাবে স্থানান্তর করেন। বিষয়টি নিয়ে অসীম কুমার কোন সমাধান না করায় তাকে মারধর করা হয়েছে।  

অফিস সহকারী অসীম কুমার ঘটনার সত্যতা স্বীকার করে জাগো নিউজকে বলেন, ওই বিলের ব্যপারে তার ভুল হয়েছে।

কালিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবিএম নাজমুল হক ঘটনার সত্যতা স্বীকার করেন জাগো নিউজকে বলেন, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

হাফিজুল নিলু/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।