কওমি শিক্ষা বোর্ডের ফল প্রকাশ : পাসের হার ৭৪.৬০


প্রকাশিত: ০৪:১৩ এএম, ১২ জুলাই ২০১৫

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক)-এর ৩৮তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পরীক্ষার ৭টি স্তরের গড় পাসের হার ৭৪ দশমিক ৬০ শতাংশ।

শনিবার বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মুফতি আবূ ইউসুফ ফলাফলের ফাইল বেফাক মহাসচিব মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার জাহানাবাদীর কাছে হস্তান্তরের পর ফল ঘোষণা করা হয়।

প্রথম বিভাগে মোট পাস করেছেন ১২৯২৫ জন ছাত্র-ছাত্রী। বেফাকের ওয়েব সাইট www.wifaqbd.org-এ ফলাফল পাওয়া যাবে।

এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।