মুক্তিযোদ্ধা আত্মহত্যার সঠিক তদন্ত দাবি


প্রকাশিত: ০৩:০৩ পিএম, ১২ জুলাই ২০১৫

মুক্তিযোদ্ধা আইউব খানের আত্মহত্যার সঠিক তদন্ত দাবি করেছে মুক্তিযোদ্ধা সংসদ ঢাকা জেলা কমান্ড ইউনিট। ঢাকা জেলা কমান্ড ইউনিট কমান্ডার আবু সাইদ মিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার এই দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি মুক্তিযোদ্ধা আইউব খান আত্মহত্যা করলে এই নিয়ে গণমাধ্যমে নানা অভিযোগ ওঠায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে আত্মহত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত করছে।

একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।