চারদিনের সফরে আসছেন প্রণব মুখার্জি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫৩ এএম, ০৪ জানুয়ারি ২০১৮

ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জি চারদিনের সফরে ঢাকায় আসছেন। আগামী ১৪ জানুয়ারি তিনি বাংলাদেশে আসবেন। ঢাকা ও চট্টগ্রামে সাহিত্য সম্মেলনে অংশ নেবেন তিনি।

এছাড়া এক বা একাধিক বিশ্ববিদ্যালয়ে বক্তৃতাসহ কয়েকটি অনুষ্ঠানে অংশগ্রহণের কথা রয়েছে প্রণব মুখার্জির। প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎও করবেন তিনি।

এ প্রসঙ্গে সরকারের একজন কর্মকর্তা জানান, প্রণব মুখার্জির সফরসূচি নিয়ে কাজ চলছে। ভারতের প্রেসিডেন্ট হিসেবে গত বছরের জুলাইয়ে মেয়াদ পূর্ণ করেন প্রণব মুখার্জি। এরপর এটাই তার প্রথম বিদেশ সফর।

এএসএস/ওআর/বিএ 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।