স্বর্ণদ্বীপে সেনাবাহিনীর ‘অপারেশন ব্যাঘ্রথাবা’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০১:৪৩ পিএম, ১৪ জানুয়ারি ২০১৮

বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশন কর্তৃক আক্রমণ অভিযানের মহড়া ‘অপারেশন ব্যাঘ্রথাবা’ রোববার দুপুর ১২টায় নোয়াখালীর স্বর্ণদ্বীপ (জাহাজ্জ্যার চর) এলাকায় অনুষ্ঠিত হয়েছে।

শীতকালীন প্রশিক্ষণ ও ম্যানুভার অনুশীলনের অংশ হিসেবে স্বর্ণদ্বীপের প্রশিক্ষণ এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের ৫২ পদাতিক বিগ্রেড এই প্রশিক্ষণ মহড়া পরিচালনা করেন। অনুশীলনে পদাতিক, সাজোঁয়া এবং গোলন্দাজ বাহিনী ছাড়াও সেনাবাহিনীর অন্যান্য সকল আর্মস/সার্ভিসেস অংশগ্রহণ করে।

অনুশীলনে বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন সংযোজিত বিভিন্ন অত্যাধুনিক অস্ত্র ও সরঞ্জামাদি ব্যবহার করা হয়।

Noakhali-Operation-1

মহড়া ‘অপারেশন ব্যাঘ্রথাবায়’ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ, ১৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল শামীমুজ্জামান, ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল রাশেদ আমিন এবং মহড়ার নেতৃত্ব ও ব্রিফিং করেন ৫২ পদাতিক বিগ্রেডের বিগ্রেডিয়ার কায়সার মালিক।

উল্লেখ্য, ২০১৩ সাল থেকে স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনাবাহিনী উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা অবস্থার উন্নতি, সামাজিক বনায়ন কর্মসূচি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক প্রশিক্ষণ পরিচালনার দায়িত্ব সাফল্যের সঙ্গে পালন করে আসছে।

মিজানুর রহমান/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।