নেত্রকোনায় ভুট্টুর হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন


প্রকাশিত: ০৬:২৭ এএম, ২০ জুলাই ২০১৫

নজরুল সেনা নেত্রকোনা জেলা শাখার আজীবন সদস্য অঞ্জন কুমার ভুট্টুর হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে প্রেসক্লাব সড়কে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় নজরুল সেনা নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নূরে আলম চৌধুরী মুন্না, ভুট্টুর মা আরতী রাণী দাস, অ্যাড. খালিদ সাইফুল্লাহ মুন্না, সাংস্কৃতিক ব্যক্তিত্ব তানভীর জাহান চৌধুরী, মাহবুবুল আলম তিলকসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।

মানববন্ধনে অবিলম্বে ভুট্টুর হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। চলতি মাসের ২ তারিখে নেত্রকোনা পৌরশহরে আনন্দ বাজার মোড়ে গুলি করে হত্যা করা হয় ভুট্টুকে ।

কামাল হোসাইন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।