মধ্যবাড্ডায় ভয়াবহ অগ্নিকাণ্ড
রাজধানীর মধ্যবাড্ডার আলাতুন্নেসা স্কুল সড়কের একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর পৌনে ১টায় এ ঘটনা ঘটে। একটি টং ঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে ভবনটিতে ঢোকার রাস্তায় না থাকায় ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ করতে পারছেন না।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভবনটির আশেপাশে বেশ কয়েকটি টিনের বাড়ি রয়েছে। আগুন এ বাড়িগুলোতে ছড়িয়ে পড়েছে। আগুনের তীব্রতা ক্রমেই বাড়ছে। কাজের সুবিধার্থে ভবনের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দারাও ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে এ কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি-না তা এখনো জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
এসএ/বিএ/এমএস