মঙ্গল ও বুধবার সরাদেশে ছাত্রদলের বিক্ষোভ


প্রকাশিত: ০৯:৫৯ এএম, ২০ জুলাই ২০১৫

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসানকে গ্রেফতারের প্রতিবাদে মঙ্গল ও বুধবার দুই দিন বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি। মঙ্গলবার মহানগর, জেলা ও বিশ্ববিদ্যালয়গুলোতে এবং বুধবার দেশের উপজেলা, পৌরসভা ও কলেজগুলোতে এই বিক্ষোভ কর্মসূচি পালন করবে ছাত্রদল।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার বেলা সাড়ে তিনটার দিকে সংবাদ সম্মেলনে ছাত্রদলের সহ-সভাপতি নাজমুল হাসান এই কর্মসূচির ঘোষণা দেন। তিনি বলেন, এরপরেও যদি ছাত্রদল সভাপতিকে মিথ্যা মামলা থেকে অব্যাহতি দেওয়া না হয় তাহলে অচিরেই সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রধর্মঘট ডেকে সবকিছু সবকিছু অচল করে দেওয়া হবে।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নাজমুল হাসান সংবাদ সম্মেলনে বলেন, রাজিব আহসান বরাবরই শান্ত স্বভাবের ভদ্র মানুষ। তাকে মাদকদ্রব্যসহ গ্রেফতারের নাটক করা হয়েছে। এটা রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত। সরকারের প্রত্যক্ষ মদদে প্রশাসনের কর্তা ব্যক্তিরা ছাত্রদলের ইমেজকে প্রশ্নের মুখে ফেলতে পরিকল্পিতভাবে মাদক সরবরাহ করেছেন। এদেশের বুকে তাদেরকেও একদিন বিচারের মুখোমুখি হতে হবে।

তিনি আরো বলেন- দেশে যখন ছাত্রলীগের নেতৃত্বে মহাসমারোহে চলছে লুটপাট, হত্যা, গুম, খুন আর ধর্ষণ তখন প্রশাসন এসব অরাজকতাকে প্রতিরোধ না করে মদদ দিয়ে আরো উৎসাহিত করছে। ছাত্রলীগের অপকর্ম আর দেশজুড়ে চলমান অরাজকতা আড়াল করতেই সরকার পরিকল্পিতভাবে মাদক দিয়ে দেশের জনপ্রিয় ছাত্রসংগঠন ছাত্রদলের সভাপতিকে মাদক দিয়ে গ্রেফতার করে নাটক মঞ্চায়িত করেছে।  

রোববার রাতে বরিশালের মেহেন্দিগঞ্জ থেকে বাবার কবর জিয়ারত শেষে প্রাইভেটকারে ঢাকায় ফেরার পথে পটুয়াখালীতে রাজিব আহসানসহ চারজনকে ইয়াবাসহ গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি তারেক উজ-জামান,মামুন বিল্লাহ, ইফতিয়ার কবীর, যুগ্ম সম্পাদক মেহবুব মাসুম শান্ত, সহ-সাধারণ সম্পাদক এম ইউ চৌধুরী ফয়সাল, জসিম উদ্দিন, রতন বালা, সহ- সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান রাসেল, দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারি প্রমুখ উপস্থিত ছিলেন।

এফএইচ/এসকেডি/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।