মঙ্গলবার থেকে শুরু কারা সপ্তাহ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫৭ পিএম, ১৭ মার্চ ২০১৮

আগামী মঙ্গলবার (২০ মার্চ) থেকে দেশের সকল কারাগারে একযোগে পালিত হবে কারা সপ্তাহ-২০১৮। এদিন গাজীপুরের কাশিমপুর কারা কমপ্লেক্সে কারা সপ্তাহ উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এ উপলক্ষে আগামীকাল রোববার সকাল ১০টায় রাজধানীর বকশিবাজারস্থ উমেশ দত্ত রোডের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে কারা অধিদফতর।

সংবাদ সম্মেলেনে কারা সপ্তাহের প্রস্তুতিসহ কারাগারের নানান দিক নিয়ে কথা বলবেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন।

কারা অধিদফতরের এআইজি (প্রশাসন) মোহাম্মদ আবদুল্লাহ-আল-মামুন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জেইউ/বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।