২৭ জুলাই ২০১৫ : একনজরে সারাদিনের খবর
দুই সপ্তাহের মধ্যে বেতন কাঠামো চূড়ান্ত হচ্ছে
সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো এক/দুই সপ্তাহের মধ্যে চূড়ান্ত হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেছেন, অনুমোদনের জন্য আগামী সপ্তাহে বা পরের মন্ত্রিসভার বৈঠকে উঠতে পারে।
ভোটার তালিকা হালনাগাদ : দুর্গম এলাকায় বাড়তি সতর্কতা
চলতি সপ্তাহে দেশব্যাপী শুরু হওয়া ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ৪৭টি দুর্গম এলাকা চিহ্নিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। উপকূলীয় ও পার্বত্য এলাকাসহ ১৬ জেলার এ ৪৭টি চিহ্নিত উপজেলায় বাড়তি সতর্কতা অবলম্বনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মহাসড়কে অটোরিকশা-টেম্পু চলাচল বন্ধ
আগস্ট মাসের ১ তারিখ থেকে মহাসড়কে অটোরিকশা, টেম্পুসহ অযান্ত্রিক সব যান চলাচল নিষিদ্ধ করেছে সরকার। সোমবার এই মর্মে একটি প্রজ্ঞাপন জারি করেছে যোগাযোগ মন্ত্রণালয়।
এবারো বাদ পড়ার আশঙ্কা নারী ভোটারদের
সারাদেশে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হয়েছে শনিবার থেকে। তবে গতবারের মতো এবারো ব্যাপক সংখ্যক নারী ভোটার বাদ পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। কারণ কমিশন থেকে নারী ভোটারদের উদ্বুদ্ধ করতে বিশেষ কোনো কর্মসূচি গ্রহণ করেনি নির্বাচন কমিশন (ইসি)।
১০ হাজার হজযাত্রীর পাসপোর্ট যাচাই-বাছাই করবে ধর্মমন্ত্রণালয়
অর্ধশতাধিক এজেন্সির প্রায় ১০ হাজার হজ যাত্রীর পাসপোর্টের তথ্য-উপাত্ত যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত নিয়েছে ধর্মমন্ত্রণালয়। এ লক্ষ্যে ধর্মমন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাসান জাহাঙ্গীর আলমকে সভাপতি ও পরিচালক হজ অফিস ড. আবু সালেহ্ মোস্তফা কামালকে সদস্য সচিব করে গত ১৭ মে ১২ সদস্যের একটি যাচাই-বাছাই কমিটি গঠিত হয়েছে।
ক্যান্সার প্রতিরোধক ফল ধরেছে নীলফামারীতে
নীলফামারীর ডিমলায় খগাখড়িবাড়ী ইউনিয়নের বন্দর খড়িবাড়ী গ্রামে অবসরপ্রাপ্ত কর্নেলের বাগানে শতাধিক ঔষধি গাছের মধ্যে এবার ফলেছে করোসল। করোসল (corossol) অ্যানোনা মিউরিকাটা গোত্রের একটি ফল যা অনেক ক্ষেত্রেই ক্যামো থ্যারাপির কাজ করে থাকে।
আলমগীরকে রংপুরে বদলি
সিলেটে শেখ সামিউল আলম রাজনে বাবার সাথে অসাধাচরণ, মামলা নিতে গড়িমসি ও দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগে থানা থেকে প্রত্যাহারের পর এবার সাময়িক বরখাস্ত করা হলো মহানগর পুলিশের জালালাবাদ থানার ওসি (তদন্ত) আলমগীর হোসেনকে।
বন্ধ হচ্ছে ১৩ টিভি চ্যানেল
অবৈধভাবে পরিচালিত ১৩ টিভি চ্যানেল বন্ধ করে এসব চ্যানেলের বিরুদ্ধে অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছে তথ্য মন্ত্রণালয়। ২১ জুলাই ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট বরাবর তথ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আখতারুজ্জামান তালুকদার স্বাক্ষরিত এক চিঠিতে এ অভিযান পরিচালনার কথা বলা হয়।
সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে হেপাটাইটিস প্রতিরোধ করা সম্ভব
সকলের সম্মিলিত প্রচেষ্টায় প্রাণঘাতি হেপাটাইটিস ভাইরাস প্রতিরোধ করা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
এ পি জে আবদুল কালাম আর নেই
ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম আর নেই। ভারতের শিলংয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বাবা হচ্ছেন সাকিব আল হাসান
অস্ট্রেলিয়া সিরিজের পর লম্বা ছুটিই পেতে যাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা। এই ছুটিটা আরো লম্বা করতে যাচ্ছেন সাকিব আল হাসান। সবকিছু ঠিক থাকলে এ বছরের শেষ দিকেই বাবা হতে যাচ্ছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।
অস্ট্রেলিয়াকে ওয়ানডে খেলার প্রস্তাব দেবে বাংলাদেশ
আগামী অক্টোবরে দুইটি টেস্ট ম্যাচের সিরিজ খেলার জন্য ঢাকায় আসবে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল। টেস্টের পাশাপাশি অস্ট্রেলিয়াকে ওয়ানডে খেলার জন্য প্রস্তাব দেবে বিসিবি। একটি বেসরকারি টেলিভিশনের সাথে একান্ত সাক্ষাতকারে এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।
আরএস/আরআইপি