লিবিয়ায় ৪ ভারতীয় শিক্ষক অপহৃত


প্রকাশিত: ০৮:২২ এএম, ৩১ জুলাই ২০১৫

লিবিয়ায় রাজধানী ত্রিপলির কাছে সিরত শহর থেকে চার ভারতীয় শিক্ষক অপহৃত হয়েছে। ধারণা করা হচ্ছে  ইসলামিক স্টেটের জঙ্গিরা তাদের অপহরণ করেছে। খবর এনডিটিভি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের অপহরণ করা হয়েছে। তারা সেখানকার একটি বিশ্ববিদ্যালয়ে এক বছর ধরে শিক্ষকতা করতেন। এখন পর্যন্ত কোনো মুক্তিপণ দাবি করা হয়নি। আমরা তাদের খোঁজার চেষ্টা করছি।
 
সূত্র জানিয়েছে, ভারতীয় শিক্ষকরা যেখান থেকে অপহৃত হয়েছেন সেই এলাকা আইএসের দখলে রয়েছে।
 
এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।