নিউইয়র্কে জাবি অ্যালামনাইর ঈদ পুনর্মিলনী


প্রকাশিত: ০৮:৫৮ এএম, ৩১ জুলাই ২০১৫

নিউইয়র্কের জ্যামাইকাতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (জুয়ানা)- এর ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রোববার ১৫০-১৩ কুলিজ এভিনিউয়ে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইলিম মোহাম্মদ নাজমুল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশন অব নর্থ আমেরিকা (জুয়ানা)-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি মুজিব উর রহমান।

বিশেষ অতিথি ছিলেন জুয়ানার সাবেক সভাপতি মোজাম্মেল হক দুলাল, সাবেক সভাপতি মো. মনিরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক নুরজাহান বেগম মেঘনা, সাবেক প্রধান নির্বাচন কমিশনার গোলাম সরওয়ার, সাবেক নির্বাচন কমিশনার আবুল কালাম আজাদ, জাতিসংঘের সদর দফতর পুলিশ ডিভিশনে উচ্চ পদে কর্মরত টাপটুন নাসরিন হ্যাপী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঈদ পুনর্মিলনী উদ্যাপন কমিটির আহ্বায়ক ও সংগঠনের সহ-সভাপতি নুর এম মিয়াজি কালাম, সংগঠনের সহসভাপতি মো. রিয়াজুল কাদের জহির, ঈদ পুনর্মিলনী উদ্যাপন কমিটির সমন্বয়কারী ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক মেহেরুন নাহার মাজেদা, সংগঠনের কোষাধক্ষ্য মোস্তাফিজুর রহমান, প্রচার সম্পাদক মোহাম্মদ জিয়াউল হক, মো. শওকত হোসেন, সাবিনা ইয়াসমিন বেবী প্রমূখ।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।