ফরিদপুরে তারেক মাসুদ স্মরণে চলচ্চিত্র প্রদর্শনী
বাংলাদেশের বিকল্প ধারার চলচ্চিত্র অন্যতম ব্যক্তিত্ব ও প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ এর চতুর্থ মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার। ২০১১ সালের ১৩ আগস্ট এক সড়ক দুর্ঘটনায় মারা যান তারেক মাসুদ। প্রতি বছরের মত এবারও তারেক মাসুদের স্মরণে ফরিদপুরে তাঁর গ্রামের বাড়িতে তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট বিশেষভাবে পালন করতে যাচ্ছে দিনটি। দিনব্যাপি আয়োজনে থাকছে তরুণ প্রজন্মের অনুপ্রেরণা হিসেবে তাঁর জীবন ও কর্মের প্রতি সম্মান প্রদর্শন এবং তাঁর নির্মিত চলচ্চিত্র প্রদর্শনী।
বৃহস্পতিবার সকাল ১০টায় তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট এর চেয়ারপার্সন ক্যাথরিন মাসুদ তার সমাধিতে পুষ্প অর্পনের মধ্য দিয়ে শুরু হবে দিন ব্যাপী আয়োজনের।
এছাড়া মানবাধিকার কর্মী খুশি কবির, শিল্পী ঢালি আল মামুন ও দিলারা জলি, স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ এবং প্রশাসনিক কর্মকর্তাদের অংশগ্রহনে আলোচনা অনুষ্ঠান ও স্মরণসভা অনুষ্ঠিত হবে বিকাল ৩টায়।
সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে তারেক মাসুদ নির্মিত ’রানওয়ে’ চলচ্চিত্র নির্মাণের গল্প নিয়ে তৈরী ‘স্মৃতিকথায় রানওয়ে’ এবং তারেক মাসুদের পরিচালনায় শিল্পী এস এম সুলতানের ওপর নির্মিত প্রামাণ্যচলচ্চিত্র ‘আদম সুরত’।
এছাড়াও একই দিনে সকাল ১১টায় নিকটবর্তী নগরকান্দা গ্রামের জয় বাংলা মোড়ে উদ্বোধন করা হবে তারেক মাসুদের স্মরণে নির্মিত তারেক মাসুদ স্মারক ভাষ্কর্য।
স্মৃতি ভাষ্কর্যটির উদ্বোধন করবেন তারেক মাসুদের মা নুরুন নাহার, মাননীয় সংসদ সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী এবং অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন ক্যাথরিন মাসুদ।
এসকেডি/এমআরআই