উত্তরায় দেড়শ কেজি গাঁজাসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০০ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৯

রাজধানীতে উত্তরায় দেড়শ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আটককৃতরা হলেন- আবু তাহের (৩০), মোক্তার খন্দকার (২৭) ও সাইফুল ইসলাম ওরফে চাঁন মিয়া (৪৩)।

ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এডিসি ওবায়দুর রহমান জানান, রোববার রাতে সাড়ে ১০টায় বিমানবন্দর থানাধীন এয়ারপোর্ট লিংক রোডে অভিযান চালিয়ে তাদের আটক করে ডিবি (উত্তর) বিভাগের অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিম।

এ সময় ট্রাকে তল্লাশি করে বিশেষভাবে তৈরি পাটাতনের নিচে লুকানো অবস্থায় দেড়শ’ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজা সংগ্রহ করে ট্রাকযোগে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রয় করত তারা। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।

জেইউ/জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।