ফটিকছড়ি মুহাম্মদ তকিরহাট চত্বরে মুনিরীয়ার মাহফিল বুধবার
চট্টগ্রামের ফটিকছড়ি মুহাম্মদ তরিকতহাট (মাহাত্তিরহাট) চত্বরে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ১০নং জাফতনগর শাখার উদ্যোগে পবিত্র মেরাজুন্নবী (দঃ) উদযাপন ও কাগতিয়া দরবারের প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ আওলাদে মোস্তফা খলিফায়ে রাসূল হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর স্মরণে বুধবার (১৩ মার্চ) বাদে জোহর হতে এশায়াত মাহফিল অনুষ্ঠিত হবে।
এতে প্রধান মেহমান হিসাবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন, কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মহান মোর্শেদ আওলাদে রাসূল (দঃ) হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেব।
এতে উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন ১৭নং জাফতনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম.এ হালিম। এতে সভাপতিত্ব করবেন, চট্টগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আলহাজ্ব আবুল হাসান।
অনুষ্ঠিতব্য এশায়াত মাহফিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, নানুপুর বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী আলহাজ্ব ছৈয়্যদ শাহ আলম কোম্পানি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মাইক্রোবায়েলজী বিভাগ ও সিনেট সদস্য প্রফেসর ড. আবুল মনছুর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. জালাল আহমদ, নানুপুর মাজহারুল উলুম গাউছিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ হযরতুলহাজ আল্লামা মুসলেহ উদ্দীন আহমদ মাদানী।
ফটিকছড়ি নানুপুর লাইলা কবির বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আ.ন.ম সরওয়ার আলম, ১৮ নং ধর্মপূর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ কাইয়ুম, ১৫ নং নোয়াজিষপুর ইউনিয়নের চেয়ারম্যান সরোয়ার্দী শিকদার, ২০ নং আবদুল্লাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অহিদুল আজম জুয়েল, ১৮ নং ধর্মপূর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী মাহমুদুল হক, লতিফ রহমান উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এম এ হামিদ, ১৭ নং জাফতনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান চৌধুরী, স্মার্ট টাইলস্ কোম্পানী সত্ত্বাধিকারী আলহাজ্ব মোহাম্মদ নুরুল আলম।
মাহফিলে বক্তব্য রাখবেন, আল্লামা মুফতি মুহাম্মদ ইব্রাহীম হানফি, আল্লামা এমদাদুল হক মুনিরী, আল্লামা মোহাম্মদ সেকান্দর আলী, আল্লামা শাহজাহান নোমান প্রমুখ।
এমআরএম/পিআর