জলাবদ্ধতা প্রতিকারে ডিএনসিসির সমন্বয় সভা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫৩ পিএম, ২৭ আগস্ট ২০১৯

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এলাকায় বর্ষায় সৃষ্ট জলাবদ্ধতার স্থানসমূহ চিহ্নিতকরণ, কারণ অনুসন্ধান, প্রতিকারের উপায় ও সমাধানের কর্মপদ্ধতি নিরূপনের লক্ষ্যে এক আন্তঃসংস্থা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগর ভবনে এই আন্তঃসংস্থা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ডিএনসিসি, ওয়াসা, বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি), ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল), মেট্রোরেল কর্তৃপক্ষ, ডেসকো, হাতিরঝিল প্রকল্পের প্রতিনিধি ও ঢাকা জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী শরীফ উদ্দিন জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত এলাকা, জলাবদ্ধতার কারণ ও সমাধানের উপায় নিয়ে একটি বিস্তারিত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এতে আগামী বছর বর্ষার আগে নগরবাসীকে জলাবদ্ধতা থেকে মুক্তি দিতে ডিএনসিসি মেয়র সকল সংস্থা ও বিভাগকে ডিএনসিসির সাথে সমন্বয় করে কাজ শেষ করার অনুরোধ করেন।

আগামী বছর জানুয়ারির মধ্যে ড্রেনেজ ব্যবস্থা উন্নতকরণ, খাল পুনরূদ্ধার ও পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশও দেয়া হয়।

ডিএনসিসির মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান, সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আহমেদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মঞ্জুর হোসেন, ঢাকা ওয়াসার পরিচালক (টেকনিক্যাল) এ.কে.এম. সহিদ উদ্দিন, ডেসকোর প্রধান প্রকৌশলী এস. এম. হাবিবুর রহমান, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, ডিএমআরটির অতিরিক্ত প্রকল্প পরিচালক আব্দুল বাকি মিয়াসহ ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএস/এনএফ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।