কর্ণফুলী পেপার মিল পূর্ণোদ্যমে চালুর দাবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১৫ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০১৯

দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম কাগজ কল কর্ণফুলী পেপার মিল পূর্ণোদ্যমে চালুর দবি জানিয়েছে চন্দ্রঘোনা ফোরাম নামে একটি সংগঠন। শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে তারা বলেন, রাঙ্গামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় প্রায় ৪৫০ একর জমিতে প্রতিষ্ঠিত চার হাজারেরও অধিক শ্রমিক, কর্মচারী, কর্মকর্তা এবং তাদের সন্তানদের নিয়ে কোলাহলপূর্ণ কর্ণফুলী পেপার মিল (কেপিএম) শিল্পাঞ্চলটি আজ কোলাহলহীন। সেখানের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্রমেই তার জৌলুস হারাচ্ছে। রাঙ্গামাটির কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনায় ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত বাৎসরিক ৩০ হাজার টন উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে যাত্রা শুরু করা দেশের সর্বাধিক কাগজ সরবরাহকারী এ প্রতিষ্ঠানটি আজ নিভু নিভু অবস্থায়। দৈনিক উৎপাদন এসে ঠেকেছে ১৫-২০ টনে। অথচ বর্তমানেও এ প্রতিষ্ঠান উৎপাদন ক্ষমতা রয়েছে প্রায় ১০০ টন।

বক্তারা আরও বলেন, অনিয়মিত হয়ে পড়েছে শ্রমিক-কর্মচারীদের মাসিক বেতন। মাসের পর মাস বকেয়া থাকছে বেতন-বোনাস। অন্যদিকে আবাসিক এলাকাগুলোতে গ্যাস, বিদ্যুৎ না থাকায় মানবেতর জীবন-যাপন করতে হচ্ছে কর্মরত শ্রমিক, কর্মচারী, কর্মকর্তাদের। যারা জন্মসূত্রে এবং কর্মসূত্রে কেপিএমের কাছে ঋণী তারা এ অবস্থা দেখতে চান না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, রূপকল্প ২০২১ বাস্তবায়নের অন্যতম অনুষঙ্গ ‘শিল্পসমৃদ্ধ বাংলাদেশ’ এর স্বপ্ন পূরণে আমাদের রাষ্ট্রায়ত্ত শিল্পের গৌরব কর্ণফুলী পেপার মিল আবারও পূর্ণোদ্যমে চালু করার যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন। আমরা চাই, প্রধানমন্ত্রীর ঐকান্তিক উদ্যোগে কেপিএম আবারও কর্মমুখর হয়ে উঠবে। ফিরে পাবে তার পূর্ণ উৎপাদন সক্ষমতা।

মানববন্ধনে চন্দ্রঘোনা ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।

এএস/এনডিএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।