কক্সবাজারকে ডিজিটাল পর্যটন সুপারসিটি ঘোষণার দাবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০০ পিএম, ২২ জানুয়ারি ২০২০

কক্সবাজারকে ডিজিটাল পর্যটন সুপারসিটি হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছে কক্সবাজার উন্নয়ন সংগ্রাম পরিষদ। বুধবার (২২ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, কক্সবাজার বিশ্বর অন্যতম পর্যটন নগরী। আমাদের পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ড, মালেশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের সিংহভাগ আয়ের উৎস পর্যটনখাত। অথচ আমাদের দেশে বিপুল সম্ভাবনা সত্ত্বেও এ খাতে এখনও আমরা অনেক পিছিয়ে আছি। তাই বর্তমান সরকারের উচিত কক্সবাজারকে ডিজিটাল সুপারসিটি হিসেবে ঘোষণার পদক্ষেপ নেয়া।

কক্সবাজার উন্নয়ন সংগ্রাম পরিষদের উপদেষ্টা মাজহারুল ইসলাম দেশের পর্যটন নিয়ে মাস্টার প্ল্যান তৈরি করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশের পর্যটনখাত নিয়ে মাস্টার প্ল্যান তৈরি করা দরকার। এই মাস্টার প্ল্যান আমাদের দেশের জন্য অত্যন্ত জরুরি। বাংলাদেশে পর্যটনের বিকাশ ঘটিয়েই দেশকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তির পাশাপাশি অর্থনীতির ভিত্তিকে মজবুত করা সম্ভব বলে জানান তিনি।

Coxbazar

সংবাদ সম্মেলনে বিমান ও পর্যটন মন্ত্রণালয়কে দুটি ভাগে ভাগ করে পর্যটনকে আলাদা মন্ত্রণালয় করার দাবি জানান কক্সবাজার উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি রুহুল আমিন সিকদার।

সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক আবুল হোসেন, কক্সবাজার ক্লাব লিমিটেডের সভাপতি আবু ছৈয়দ, কক্সবাজার উন্নয়ন সংগ্রাম পরিষদের সিনিয়র সহ-সভাপতি গোলাম আরিফ লিটন, সহ-সভাপতি শাহ আলম, জগদীশ বড়ুয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক শামছুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

এইউএ/এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।