কনস্টেবল শরীফ হত্যা : মূলহোতাসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:১০ পিএম, ১৫ মার্চ ২০২০
ফাইল ছবি

গাজীপুর মহানগর পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত কনস্টেবল শরীফ (৩৩) হত্যার রহস্য উদঘাটন এবং হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত মূলহোতাসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১।

এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা চাকু ও হুইল রেঞ্জ উদ্ধার এবং রক্তমাখা বাসটি জব্দ করেছে র‌্যাব।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক সারোয়ার-বিন-কাশেম জানান, রোববার বিকেল ৩টায় কারওয়ানবাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

জেইউ/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।