ছুটিতে ঘরে থাকুন, গ্রামে-উৎসবে নয় : স্বাস্থ্য মন্ত্রণালয়

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:২২ পিএম, ২৪ মার্চ ২০২০
ফাইল ছবি

সরকার ঘোষিত ছুটি পেয়ে বাড়িতে না গিয়ে যে যেখানে আছেন সেখানে ঘরে থাকার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মঙ্গলবার মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বানের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘করোনাভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার সাধারণ ছুটিসহ ১০টি বিশেষ নির্দেশনা দেন। লক্ষ্য করা যাচ্ছে যে, করোনাভাইরাস থেকে মুক্ত থাকতে নিজ নিজ ঘরে থাকার জন্য যে ছুটির ব্যবস্থা সরকার করেছে তার লক্ষ্য ও উদ্দেশ্যের ব্যত্যয় ঘটিয়ে অনেকেই ছুটি কাটাতে গ্রামের বাড়ি বা আত্মীয়-স্বজনের বাসায় বেড়াতে যাচ্ছেন বা বিভিন্ন উৎসবে যোগ দিচ্ছেন, যা মোটেও কাম্য নয়।’

‘সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ছুটিকালীন সময়ে গ্রামের বাড়িতে বা অন্য কোনো উৎসবে না গিয়ে বা বাড়ির বাইরে না গিয়ে নিজ নিজ অবস্থানে ঘরে থাকতে হবে। ঘোষণাটি গুরুত্বের সঙ্গে গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।’

এমইউ/জেডএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।