মধ্যবিত্তদের ঘরে খাবার পৌঁছে দিচ্ছে ‘ফিউচার অব বাংলাদেশ’

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৬ এএম, ১৯ এপ্রিল ২০২০

সমাজের মধ্যবিত্তদের ঘরে খাবার পৌঁছে দিচ্ছে ‘ফিউচার অব বাংলাদেশ’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শওকত আজিজ জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।

শওকত আজিজ বলেন, ‘করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়ায় বাংলাদেশের মধ্যবিত্ত পরিবারগুলো সবচেয়ে বেশি সংকটে পড়েছে। কারণ এই সমস্ত পরিবারগুলো সরকারি বা অন্যান্য বেসরকারি যে ত্রাণ দেয়া হয় সেখানে যান না আবার ঘরেও খাবার নেই। মূলত এই সমস্ত পরিবার খুঁজে খুঁজে আমরা খাদ্যসামগ্রী তাদের বাড়িতে পৌঁছে দিচ্ছি।’

তিনি বলেন, ‘আজকে (শনিবার) রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় কয়েকটা পরিবারে খাদ্যসামগ্রী দিয়েছি। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে-তিন কেজি চাল, আধা কেজি ডাল, আধা লিটার সয়াবিন তেল, আধা কেজি পেঁয়াজ, এক কেজি আলু, একটি সাবান, এক কেজি মুড়ি। গাজীপুরে ফিউচার অব বাংলাদেশের প্রচার সম্পাদক তাবাসসুম হুমায়রা গাজীপুরের জয়দেবপুর এলাকার শিমুলতলীতে কয়েকটা পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন। এসব খাদ্যসামগ্রী মধ্যে ছিল ২৫ কেজি চাল, তিন কেজি ডাল, পাঁচ কেজি আলু, এক কেজি বুট, এক প্যাকেট নুডলস, পাঁচ কেজি পেঁয়াজ।’

পবিত্র রমজান মাস উপলক্ষে এই খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান শওকত।

কেএইচ/এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।