রেমিট্যান্স যোদ্ধাদের বাড়ি বাড়ি পুলিশের ভালোবাসা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৮:১৮ পিএম, ১৬ মে ২০২০

আমাদের অর্থনীতির সুপারহিরো রেমিট্যান্স যোদ্ধারা। চরম প্রতিকূল পরিস্থিতিতে নিজেরা খেয়ে না খেয়ে নীরবে শক্তিশালী করেছেন আমাদের অর্থনীতি। করোনার থাবায় আজ ভালো নেই তারা। ভালো নেই তাদের পরিবারও। সেই সুপারহিরোদের পরিবারের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম নগর পুলিশ। বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছে ‘ভালোবাসা’।

ctg

শনিবার (১৬ মে) বিকেলে নগরের পাথরঘাটা, ফিরিঙ্গিবাজার, আলকরণ এলাকার ২৫টি প্রবাসী পরিবারকে টিম কোতওয়ালী পৌঁছে দিয়েছে আজকের ইফতার।

ctg

কোতওয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন জাগো নিউজকে বলেন, ‘আমাদের আজকের ভ্রাম্যমাণ ইফতার পার্টির অতিথি ছিলেন আমাদের রেমিট্যান্স যোদ্ধাদের পরিবারগুলো। এতদিন অর্থনীতির বড় স্বস্তির জায়গা উপহার দিয়েছেন আমাদের এ ভাইয়েরা। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানোর বড় কৃতিত্বও তাদের। করোনার থাবায় আজ ভারো নেই তারা। ভালো নেই তাদের পরিবারও। তাই তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা।’

ctg

তিনি বলেন, ‘আমাদের প্রবাসী ভাইদের অনেকেই ভালো নেই, ভালো নেই পরিবারগুলো। অনেকেই যোগাযোগ করেন, আমরা নীরবে সহায়তা করার চেষ্টা করি। তবে আজ কোনো ত্রাণ নয়, পৌঁছে দিয়েছি শুধুই ভালোবাসা, কৃতজ্ঞতা। তাদের বলেছি, আমরা আপনাদের ভুলে যাইনি, সঙ্গে আছি।’

আবু আজাদ/বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।