এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়ে করোনা আক্রান্ত নাগরিককে নিয়ে গেল তুরস্ক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩৬ এএম, ২৫ মে ২০২০

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হওয়ায় এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়ে নিজ দেশের নাগরিককে ফিরিয়ে নিয়ে গেল তুরস্ক।

রোববার (২৪ মে) ওই করোনা রোগী ও তার পরিবারের সদস্যদের নিয়ে তুরস্কে ফিরে যায় এয়ার অ্যাম্বুলেন্সটি। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছে।

শাহজালাল বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ -উল-আহসান জাগো নিউজকে বলেন, এয়ার অ্যাম্বুলেন্সে ৪ জন তুরস্কের উদ্দেশ্যে রওনা হন। তবে তাদের পরিচয় সম্পর্কে আমি নিশ্চিত না।

jagonews24

বিমানবন্দর সূত্র জানায়, একটি এয়ার অ্যাম্বুলেন্স তুর্কি নাগরিক তুবা আহসান ও তার বাংলাদেশি স্বামী, তাদের ৩ বছর বয়সী যমজ শিশু হুমা ও জিয়াদকে দেশে ফিরিয়ে নিয়ে গেছে। সন্ধ্যায় তাদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমারনবন্দর ত্যাগ করে এয়ার অ্যাম্বুলেন্সটি।

এআর/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।