পুরান ঢাকায় পুড়ল পলিথিন কারখানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫১ এএম, ২৫ জুন ২০২০

পুরান ঢাকার সোয়ারীঘাটে একটি পলিথিন কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট বেলা ১১ টা ৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস সদর দফতর কন্ট্রোল রুম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কারখানাটিতে আগুন লাগে।

ফায়ার সার্ভিস মিডিয়া জানায়, চকবাজার থানার অন্তর্ভুক্ত সোয়ারীঘাটের দেবিদ্বারঘাট লেনের একটি পলিথিন কারখানায় অগ্নিকাণ্ড হয়েছে। সাড়ে ১০ টায় লাগা আগুন বেলা ১১টা ৯ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে। এখন আগুনে পোড়া কারখানার ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে ফায়ার সার্ভিস। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

এআর/জেডএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।