করোনায় মৃত্যু সবচেয়ে বেশি ঢাকায়, কম ময়মনসিংহে

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫:৩৩ পিএম, ০৪ জুলাই ২০২০

দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১ হাজার ৯৯৭ জনের। মোট আক্রান্ত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা এক লাখ ৫৯ হাজার ৬৭৯ জন।

এর মধ্যে গত ২৪ ঘণ্টায় দেশে ২৯ জন মারা যান। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে শনাক্ত হন তিন হাজার ২৮৮ জন।

এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা পর্যালোচনায় দেখা যাচ্ছে, সবচেয়ে বেশি রোগী মারা গেছে ঢাকা বিভাগে। সবচেয়ে কম মারা গেছে ময়মনসিংহ বিভাগে।

শনিবার করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা বলেন, ‘এ পর্যন্ত ঢাকা বিভাগে এক হাজার ৪১ জন, চট্টগ্রামে ৫২১, রাজশাহীতে ১০১, সিলেটে ৮৪, খুলনায় ৮২, বরিশালে ৬৭, রংপুরে ৫৩ এবং ময়মনসিংহে ৪৮ জনের মৃত্যু হয়েছে।

jagonews24

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৯ জন, চট্টগ্রামে চার, রাজশাহীতে ৭, সিলেটে তিন, খুলনায় তিন, বরিশালে দুই এবং ময়মনসিংহে একজনের মৃত্যু হয়।

এ পর্যন্ত মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষের সংখ্যা ১ হাজার ৫৮৭ এবং নারী ৪১০ জন।

গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানো করোনাভাইরাসের ছোবলে গোটা বিশ্ব এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা এক কোটি ১২ লাখ প্রায়। মৃতের সংখ্যা পাঁচ লাখ ২৯ হাজারের বেশি। তবে সাড়ে ৬৩ লাখের মতো রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। প্রথম মৃত্যুর ৮৪ দিন পর ৪ জুলাই মৃতের সংখ্যা প্রায় দুই হাজারে পৌঁছে গেল।

জেডএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।