লক্ষণ-উপসর্গ দেখা দিলে করোনা পরীক্ষা করান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২০ পিএম, ১৯ জুলাই ২০২০

করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা। তিনি বলেছেন, করোনা নিয়ে কেউ আতঙ্কিত হবেন না। করোনা শনাক্ত ও নমুনা পরীক্ষায় সহায়তা করুন। নমুনা সংগ্রহের বুথগুলোতে বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নমুনা দিতে পারেন।

ডা. নাসিমা সুলতানা বলেন, যারা বুথে যেতে পারেন না, তাদের জন্য বাসায় গিয়ে নমুনা সংগ্রহের বিশেষ ব্যবস্থা আছে। কাজেই অনুরোধ করব, আপনারা কোনোরকম আতঙ্কিত না হয়ে নমুনা পরীক্ষা করার জন্য দিন, শনাক্ত করতে সহায়তা করুন এবং এই মহামারিকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করুন।

রোববার (১৯ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে এসব কথা বলেন অধিদফতরের অতিরিক্ত এ মহাপরিচালক।

ডা. নাসিমা সুলতানা আরও বলেন, করোনায় আক্রান্ত হলে রোগ লুকিয়ে রাখবেন না। অবশ্যই যেকোনো লক্ষণ-উপসর্গ হলে বা করোনা রোগীর কাছাকাছি এলে পরীক্ষা করান। পরীক্ষার জন্য ঢাকা মহানগরী, জেলা, উপজেলা সকল পর্যায়ে নমুনা সংগ্রহের ব্যবস্থা আছে। আপনারা নমুনা পরীক্ষা করাবেন।

আজকের করোনার তথ্য তুলে ধরে নাসিমা সুলতানা জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১০ হাজার ৯৩৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১০ হাজার ৬২৫টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১০ লাখ ২৮ হাজার ২৯৯টি।

নতুন নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও দুই হাজার ৪৫৯ জনের মধ্যে। ফলে শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ চার হাজার ৫২৫ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৭ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো দুই হাজার ৬১৮ জনের।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৫৪৬ জন। এতে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ১১ হাজার ৬৪৪ জনে।

পিডি/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।