ফরিদপুরে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩০ এএম, ১৯ আগস্ট ২০২০
ফাইল ছবি

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

ওই সক্রিয় সদস্যের নাম মো. সালাহউদ্দিন (২৬)। তিনি ফরিদপুর জেলার সালথা রামকান্তপুরের জাহাঙ্গীর বিশ্বাসের ছেলে সালাহউদ্দিন।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অভিযান চালিয়ে ফরিদপুর জেলার নগরকান্দা থানার লস্করদিয়া ইউনিয়নাধীন বিনুকদিয়া মাঝিকান্দা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল সেট ও নিষিদ্ধ জঙ্গি সংগঠনের চারটি বই জব্দ করা হয়।

অ্যান্টি টেররিজম ইউনিট জানায়, গ্রেফতার সালাহউদ্দিন ‘গাজওয়াতুল হিন্দ’ প্রতিষ্ঠার লক্ষ্যে অনলাইন প্রচারণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করে রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।

জেইউ/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।