৮ স্থাপনায় এডিস মশার প্রজনন, ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৬ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২০

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় এডিস মশার প্রজননস্থল শনাক্তকরণে চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। রোববার অভিযানের ১৫তম দিনে মোট ১০০টি স্থাপনা পরিদর্শন করা হয়। এর মধ্যে মশার প্রজননস্থল পাওয়ায় আটটি স্থাপনার বিরুদ্ধ মামলা দায়ের ও এক লাখ ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রোববার অঞ্চল-১ এ ১৫ ও ১৬ নম্বর ওয়ার্ডের ধানমন্ডি এলাকা, অঞ্চল-২ এ ১২ নম্বর ওয়ার্ডের মালিবাগ এলাকা এবং অঞ্চল-৩ এ আজিমপুর কলোনি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ডিএসসিসি।

অঞ্চল-১ এ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাজী ফয়সাল ও অঞ্চল-২ এ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল আহসান ও অঞ্চল-৩ এ বিতান কুমার মন্ডল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অঞ্চল-১ এ ভ্রাম্যমাণ আদালত ৩৮টি স্থাপনা পরিদর্শন করেন। তিনটি স্থাপনায় এডিস মশার প্রজননস্থল পাওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাজী ফয়সাল তিনটি মামলা দায়ের ও ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

অঞ্চল-২ এ ভ্রাম্যমাণ আদালত ১৫টি স্থাপনা পরিদর্শন করেন। চারটি স্থাপনায় এডিস মশার প্রজননস্থল পাওয়া যায়। অভিযানে একটি মামলা দায়ের ও ৩৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল আহসান।

অঞ্চল-৩ এ ভ্রাম্যমাণ আদালত ৪৭টি স্থাপনা পরিদর্শন করেন। একটি স্থাপনায় এডিস মশার প্রজননস্থল পাওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট বিতান কুমার মন্ডল একটি মামলা দায়ের ও পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করেন।

অভিযানে এডিস মশার বংশবিস্তার উপযোগী সাতটি স্থাপনা পরিলক্ষিত হওয়ায় স্থাপনাগুলোর মালিকদের দ্রুত পরিবেশের উন্নতি করতে সতর্ক করা হয়।

এএস/বিএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।