ঢাকা বিভাগে মৃতের সংখ্যা আড়াই হাজার ছাড়িয়েছে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:৫৫ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২০

দেশে গত ৮ মার্চ করোনা আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর করোনায় আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পর্যন্ত দেশের বিভিন্ন বিভাগে করোনায় মোট মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৭২ জনে। দেশের বিভিন্ন বিভাগের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ সংখ্যক আড়াই হাজারেরও বেশি করোনা রোগীর মৃত্যু হয়।

বিভাগওয়ারী পরিসংখ্যানে করোনায় মৃতের সংখ্যা ঢাকা বিভাগে দুই হাজার ৫০৭ জন (৪৯ দশমিক ৪৩ শতাংশ), চট্টগ্রামে এক হাজার ৫০ জন (২০ দশমিক ৭০ শতাংশ), রাজশাহীতে ৩৩৫ জন (৬ দশমিক ৬০ শতাংশ), খুলনায় ৪২৭ জন (৮ দশমিক ৪২ শতাংশ), বরিশালে ১৮৬ জন (৩ দশমিক ৬৭ শতাংশ) সিলেটে ২২৪ জন (৪ দশমিক ৪২ শতাংশ), রংপুরে ২৩৬ জন (৪ দশমিক ৬৫ শতাংশ) এবং ময়মনসিংহ বিভাগে ১০৭ জন (২ দশমিক ১১ শতাংশ)।

গত ২৪ ঘণ্টায় করোনায় ঢাকা বিভাগে ১৭, চট্টগ্রামে ছয়, রাজশাহীতে এক, খুলনায় দুই, সিলেট এক ও রংপুরে দুইজন রয়েছেন।

উল্লেখ্য, করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১০৩ পরীক্ষাগারে ১২ হাজার ৩৮২টি নমুনা সংগ্রহ ও ১২ হাজার ৯০০টি নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৫৪০ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৫৫ হাজার ৩৮৪ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৭৫ হাজার ৫৩৭টি।

এমইউ/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।