করোনায় সুস্থতার হার ৭৪ দশমিক ৫৯ শতাংশ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:০৯ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২০

রাজধানীসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আরও এক হাজার ৫৪০ জন রোগী আক্রান্ত হয়েছেন। সর্বমোট ১০৩টি ল্যাবরেটরিতে ১২ হাজার ৩৮২টি নমুনা সংগ্রহ ও ১২ হাজার ৯০০টি নমুনা পরীক্ষা করা হয়।

একই সময়ে সুস্থ হয়ে উঠেন দুই হাজার ১৩৯ জন। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৪ দশমিক ৫৯ শতাংশ। পূর্ববর্তী ২৪ ঘণ্টায় এ হার ছিল ৭৪ দশমিক ৩১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা রোগীদের মধ্যে ঢাকা বিভাগে এক হাজার ১২৩ জন, চট্টগ্রামে ৩৩১, রংপুরে ৩৮, খুলনায় ২৭০, বরিশালে ৯২, রাজশাহীতে ২১৪, সিলেটে ৬১ এবং ময়মনসিংহে ১০ জন সুস্থ হয়ে ওঠেন।

এফআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।