সুস্থ হয়েছেন ৭৫ শতাংশ রোগী
রাজধানীসহ সারাদেশে করোনায় আক্রান্ত রোগীদের সুস্থতার হার ৭৫ শতাংশ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে সুস্থ হয়েছেন এক হাজার ৭৫৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন দুই লাখ ৬৮ হাজার ৭৭৭ রোগী। দেশে মোট আক্রান্ত রোগীর সংখ্যা তিন লাখ ৫৭ হাজার ৮৭৩ জন। শনাক্ত রোগীর তুলনায় সুস্থতার হার ৭৫ দশমিক ১০ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা এক হাজার ৭৫৩ জন রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৯৯২ জন, চট্টগ্রামে ২২৯ জন, রংপুরে ১৩ জন, খুলনায় ২১৮ জন, বরিশালে ৪৬ জন, রাজশাহীতে ২০০ জন, সিলেটে ৫০ জন এবং ময়মনসিংহে পাঁচজন রয়েছেন।
করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১০৪টি পরীক্ষাগারে ১০ হাজার ৬৮০টি নমুনা সংগ্রহ হয়। পরীক্ষা হয়েছে ১০ হাজার ৭৬৫টি। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছে আরও এক হাজার ১০৬ জন।
দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা তিন লাখ ৫৭ হাজার ৮৭৩ জন। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৯৮ হাজার ৭৭৫টি।
এমইউ/এমএআর/জেআইএম