করোনায় সুস্থতার হার ৭৭ দশমিক ৪২ শতাংশ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৪৬ পিএম, ১১ অক্টোবর ২০২০
ফাইল ছবি

রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সুস্থতার হার বেড়েছে। একদিনে সুস্থ হয়ে ওঠেছেন ১ হাজার ৪৯৫ জন।

এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৯২ হাজার ৮৬০ জন।

গত ২৪ ঘণ্টায় ১০৬টি পরীক্ষাগারে ৯ হাজার ৫০৪টি নমুনা সংগ্রহ ও ৯ হাজার ৪৬৭টি নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ১৯৩ জন।

শনাক্ত বিবেচনায় সুস্থ রোগীর সংখ্যা ১ হাজার ৪৯৫ অর্থাৎ ৭৭ দশমিক ৪২ শতাংশ।

একদিনে সুস্থ হয়ে ওঠা রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৬০৫ জন, চট্টগ্রাম বিভাগে ৪৯৩ জন, রংপুর বিভাগে ১৪ জন, খুলনা বিভাগে ১৭২ জন, বরিশাল বিভাগে ১৭ জন, রাজশাহী বিভাগে ৯৪ জন, সিলেট বিভাগে ৫৯ জন ও ময়মনসিংহ বিভাগের ৪১ জন রয়েছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৪ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব পাঁচজন এবং ষাটোর্ধ্ব ১৭ জন।

বিভাগ অনুযায়ী, ২৪ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৭ জন, চট্টগ্রামে দু’জন, খুলনায় দুজন, সিলেট একজন, রংপুর একজন ও ময়মনসিংহে একজন।

রোববার (১১ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এমইউ/এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।