ঢাকা ও চট্টগ্রামের পর করোনায় মৃত্যু বেশি খুলনায়

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:৩৪ পিএম, ১৫ অক্টোবর ২০২০
ফাইল ছবি

দেশে গত ৮ মার্চ করোনা আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর করোনায় আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পর্যন্ত দেশের বিভিন্ন বিভাগে করোনায় মোট মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৬০৮ জনে। মোট মৃতের মধ্যে পুরুষ চার হাজার ৩১৪ (৭৬ দশমিক ৯৩ শতাংশ) ও নারী এক হাজার ২৯৪ জন (২৩ দশমিক ০৭ শতাংশ)।

বিভাগীয় পরিসংখ্যানে দেখা গেছে, সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে দুই হাজার ৮৬৩ (৫১দশমিক ০৫ শতাংশ) ও চট্টগ্রামে এক হাজার ১২৮ জন (২০ দশমিক ১১ শতাংশ)। ঢাকা ও চট্টগ্রামের পর বেশি সংখ্যক করোনা রোগীর মৃত্যু হয়েছে খুলনা বিভাগে ৪৫৩ জন (৮ দশমিক শূন্য ৮ শতাংশ)।

এছাড়া রাজশাহী বিভাগে ৩৬০ (৬ দশমিক শূন্য ৪২ শতাংশ), বরিশালে ১৯৩ (৩ দশমিক ৪৪ শতাংশ), সিলেটে ২৩৯ (৪ দশমিক ২৬ শতাংশ), রংপুরে ২৫৪ (৪ দশমিক ৫৩ শতাংশ) এবং ময়মনসিংহ বিভাগে ১১৮ জন (২ দশমিক ১০ শতাংশ)।

গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ১৫ জনের মধ্যে ঢাকা বিভাগের ৯, চট্টগ্রামে চার, খুলনায় এক এবং সিলেট বিভাগে একজন রয়েছেন।

উল্লেখ্য, দেশে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৫ জনের মধ্যে পুরুষ ৯ এবং নারী ছয়জন রয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৬০০ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল তিন লাখ ৮৪ হাজার ৫৫৯ জনে। এছাড়া নতুন করে সুস্থ হয়েছেন এক হাজার ৭৮০ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৯৯ হাজার ২২৯ জন।

এমইউ/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।