২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু নেই চার বিভাগে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৪:৩২ পিএম, ২২ অক্টোবর ২০২০

দেশের আট বিভাগে গত ২৪ ঘণ্টায় ২৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এর মধ্যে রাজশাহী, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ বিভাগে করোনাভাইরাসে কোনো রোগীর মৃত্যু হয়নি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় মোট মৃতের মধ্যে ঢাকা বিভাগে ১৪ জন, চট্টগ্রামে ছয়জন, খুলনায় তিনজন ও সিলেট বিভাগে এক জন মারা গেছেন। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল পাঁচ হাজার ৭৪৭ জন।

তাদের মধ্যে পুরুষ চার হাজার ৪২২ জন (প্রায় ৭৭ শতাংশ) এবং নারী এক হাজার ৩২৫ জন (২৩ শতাংশ)। দেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এর ঠিক ১০ দিন পর ১৮ মার্চ প্রথম রোগী মারা যান।

গত ২৪ ঘণ্টায় ১১০টি পরীক্ষাগারে ১৪ হাজার ৬১১টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ১৪ হাজার ৯৫৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৬৯৬ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৯৪ হাজার ৮২৭ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২২ লাখ ২১ হাজার ৩৬৯টি।

এমইউ/এমএসএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।