মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলায় সক্ষম বাংলাদেশ : প্রধানমন্ত্রী


প্রকাশিত: ১২:০৬ পিএম, ০৬ নভেম্বর ২০১৪

একটি স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশ প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলা এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সক্ষম বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, একটি স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশ প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলা এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সক্ষম। কোন ধরনের প্রাকৃতিক দুর্যোগ কিংবা মানবসৃষ্ট ধ্বংসযজ্ঞ বাংলাদেশকে তার উন্নয়নের অভীষ্ট পথ থেকে সরাতে পারবে না।

তিনি আরও বলেন, বাংলাদেশ বর্তমানে দুর্যোগ ব্যবস্থাপনা ও সন্ত্রাস দমনে গোটা বিশ্বের উদাহরণে পরিণত হয়েছে। এখন আমাদের নিজ বলে বলীয়ান হয়ে সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে হবে। প্রকৃতি বা মানবসৃষ্ট কোনো দুর্যোগ আমাদের অগগ্রতি বাধাগ্রস্ত করতে পারবে না।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ মানে ছিলো প্রাকৃতিক দুর্যোগ এবং সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদের মতো মানবসৃষ্ট নৈরাজ্যের এক ভয়াবহ চিত্র। আমরা এই বদনাম থেকে উতরে দেশকে মর্যাদাপূর্ণ অবস্থানে আসীন করেছি।

প্রধানমন্ত্রী বলেন, লাখ লাখ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। কাজেই এই দেশ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে পারবে না, একথা বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য নয়। প্রাকৃতিক ও মানব সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় বার বার সক্ষমতার পরিচয় দিয়েছে বাংলাদেশ।

তিনি আরও বলেন, ভৌগলিক অবস্থানের কারণে বাংলাদেশ একটি প্রাকৃতিক দুর্যোগ ও ভূমিকম্পপ্রবণ দেশ। এ জন্য আমাদের দুর্যোগ ব্যবস্থাপনায় সবসময় সতর্ক থাকতে হবে। এটিই বাস্তবতা যে এসব প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে আমাদের জীবন ও সম্পদ রক্ষা করতে হবে।

বিদেশী সাহায্য পেতে প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি প্রদর্শনের দৃষ্টিভঙ্গি তিনি পছন্দ করেন না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সতর্কতা, পূর্ব প্রস্তুতি, দ্রুত উদ্ধার ও ত্রাণ তৎপরতা জনগণের জীবন ও সম্পদ রক্ষা করতে পারে।

প্রধানমন্ত্রী তাঁর মন্ত্রণালয়সমূহ পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার এই মন্ত্রণালয়ে আসেন। তিনি এখানকার কর্মকর্তাদের সঙ্গে মন্ত্রণালয়টির উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন সম্পর্কে খোঁজ-খবর নেয়ার পাশাপাশি তাদের কাজকর্মে গতিশীলতা আনতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। -বাসস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।