করোনায় যুগ্মসচিব নাসির উদ্দিনের মৃত্যু
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে প্রশাসনের যুগ্মসচিব নাসির উদ্দিন আহমেদ মারা গেছেন। তিনি বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের সদস্য (অর্থ ও প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান শনিবার (১৬ জানুয়ারি) সকালে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘করোনা আক্রান্ত নাসির উদ্দিন রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ (শনিবার) সকালে সেখানেই তিনি মারা যান।’
তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
নাসির উদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
প্রতিমন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
আরএমএম/এসএস/এমকেএইচ