গুজবে কান না দিয়ে সবাইকে টিকা নেয়ার আহ্বান পর্যটন প্রতিমন্ত্রীর
গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে করোনাভাইরাসের সংক্রমণ থেকে নিরাপদ থাকতে জনগণকে টিকা নেয়ার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টা ৪০ মিনিটে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের টিকাদান কেন্দ্রে করোনা টিকা গ্রহণের পর তিনি সবাইকে এ আহ্বান জানান।
এ সময় বাংলাদেশের মানুষের জন্য দ্রুততম সময়ের মধ্যে কোভিড-১৯ এর ভ্যাকসিনের ব্যবস্থা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পর্যটন প্রতিমন্ত্রী।
এমইউ/এমআরআর/এমকেএইচ